প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক...
আজকাল | ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিকের ফলপ্রকাশিত হয়েছে। তাতে সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে সে। অনুপ্রেরণার আরেক নাম যেন। নাম নয়ন দত্ত। তার লড়াই, তার সাফল্য অবাক করেছে সকলকে। গর্বিতও করেছে।
শারীরিক উচ্চতা মাত্র দু ফুট। ঠিকভাবে নিজে হাঁটতেও পারে না। মাধ্যমিক মার্কশিট বলছে, শুধু শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলেনি, ছিনিয়ে এনেছে সাফল্য। শারীরিক প্রতিবন্ধকতা কে হেলায় হারিয়ে জয়ী হয়েছে সে। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৫৫৩।
বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে গিয়েছিল রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়েই এক গাল হেসে রাকেশ জানায়, সে ৫২১ পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে ৫৫৩, এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ।
বিশেষ ভাবে সক্ষম নয়ন দত্ত কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে,’পড়াশুনো করেই সাফল্য, আমি প্রশাসক হতে চাই। ‘অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘ওর জন্য আমরা গর্বিত, ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে।‘