• ‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়...
    আজকাল | ০৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাঝে মাঝেই বলতেন স্ত্রীকে, তার নাক-মুখ বড় সুন্দর। প্রায় এক দশকের দাম্পত্য, সন্তান নিয়ে সংসার দুজনের। কিন্তু নাক-মুখ সুন্দর বলতে বলতেই স্বামী এমন কাণ্ড ঘটাবেন, ভাবতেই পারেননি স্ত্রী। যখন বুঝলেন, তখন ছুটতে হল হাসপাতালে। স্বামীর বিরুদ্ধে অভিযোগও করতে হল। 

    ঘটনাস্থল নদীয়া। অভিযোগ, স্ত্রীর নাক বড় পছন্দের ছিল বলে, ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিয়েছেন স্বামী। শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়ার বাপন শেখের দিকেই অভিযোগের আঙুল স্ত্রীর। বাপনের সঙ্গে ন’ বছর বিয়ে হয় মধু খাতুনের। প্রেমের সম্পর্কের পরিণতিতে বিয়ে। তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। ন’বছর ধরে সংসার ভালোই চলছিল তাঁদের। 

    অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে যখন মধু ঘুমোচ্ছিলেন, রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ। কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী। আচমকা জ্বালা যন্ত্রনায় ঘুম ভেঙে যায় তাঁর। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে স্বামী। কোনরকমে বাড়ির বাইরে পালিয়ে যান মধু। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি ছিলেন তিনি।তার স্ত্রীর মধু খাতুনের দাবি, মাঝে মাঝেই স্বামী মদ্যপান করে নাক কামড়ে দেওয়ার কথা বলতেন।  তাঁর অভিযোগ, স্ত্রী সুন্দর হওয়ার জন্য, স্বামী অ্যাসিড ছোড়ার হুমকিও দিয়েছিলেন। 

    স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় বাপন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে রানাঘাট আদালতে তোলা হবে
  • Link to this news (আজকাল)