আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর...
আজকাল | ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম সীমা ব্যাপারী (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ সীমার বাড়িতে বেশ কয়েকটি আম গাছ রয়েছে। তার মধ্যে একটি আমগাছ ছিল তাঁর বাড়ির ছাদ লাগোয়া। শনিবার বিকালে ওই গৃহবধূ ছাদ থেকে আম পড়ার চেষ্টা করেন। আচমকা পা পিছলে তিনি নীচে পড়ে যান। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। ওই গৃহবধূর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানা গিয়েছে, গৃহবধূ সীমার দুই মেয়ে রয়েছে। স্বামী কলকাতায় কাজ করেন। দুর্ঘটনার সময় মেয়েরা কেউ বাড়ি ছিলেন না। প্রতিবেশীরাই প্রথম তাঁকে ছাদ থেকে পড়ে যেতে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।