আজকাল ওয়েবডেস্ক: ডিউটিতে বেরিয়েছিলেন। তারপর আর খোঁজ মেলেনি। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পাটের গুদামে উদ্ধার হল সিভিক ভলিন্টিয়ারের ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার চারঘাট গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম শুভেন্দু মন্ডল (৩৫)। তাঁর বাড়ি স্থানীয় সগুনা পঞ্চায়েতের পোলতাপোঁতা গ্রাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু স্বরূপনগর থানার চারঘাট তদন্ত কেন্দ্রের অধীনে গত কয়েক বছর ধরে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছিলেন। শনিবার সকালে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতেও তিনি যাননি। গভীর রাতে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চারঘাট বাজারে একটি পাটের গুদামের ভিতরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে স্বরূপনগর শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সিভিক ভলান্টিয়ারের শ্বশুর গোপাল মণ্ডল বলেন, 'জামাই সম্প্রতি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। পাওনাদাররা তাঁকে চাপ দিচ্ছিলেন। সে কারণে সে খুব বিমর্ষ হয়ে পড়েছিল। দুপুরবেলা মেয়ে ফোন করে জানিয়েছিল, জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে তাঁর মৃত্যুর খবর পেলাম।' প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঋণের টাকা শোধ করতে না পারায় ওই সিভিক ভলান্টিয়ার আত্মঘাতী হয়েছেন। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না পুলিশ তাও তদন্ত করছে।