আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মের দাবদাহে কোথায় গেলে একটু শান্তি মিলবে, সেই প্রশ্নের উত্তর হতে পারে বাঁকুড়ার দক্ষিণ প্রান্তের সবুজ জনপদ 'ঝিলিমিলি'। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষে থাকা এই অরণ্যবেষ্টিত অঞ্চল প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। বিশাল শাল, শিমূল ও মহুয়ার গাছ ঘেরা ঝিলিমিলির বাতাস যেন মিষ্টি পরশে ছুঁয়ে যায় গ্রীষ্মেও।
বাঁকুড়া শহর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে, আর মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত ঝিলিমিলি পৌঁছে গেলে মন ভরে যাবে প্রকৃতির অপার সৌন্দর্যে। এখান থেকে রাইতারা গ্রাম ধরে এগোলেই মিলবে প্রকৃতির লুকোনো এক রত্ন 'তালবেড়িয়া ড্যাম'। জঙ্গলের কোলে থাকা এই জলাধারে যখন সূর্যরশ্মি পড়ে, তখন মনে হয় যেন বিদেশের কোনও নাম না-জানা প্রান্তরে দাঁড়িয়ে।
তালবেড়িয়া ড্যামের সৌন্দর্য শুধু চোখ নয়, মনও ছুঁয়ে যায়। নৌকায় ভেসে বেড়ালে ভুলে যাবেন আপনি বাংলাতেই আছেন। পর্যটকদের ভিড় তেমন নেই, ফলে নিরিবিলি পরিবেশে উপভোগ করা যায় প্রকৃতিকে নিজের মতো করে।
কলকাতা থেকেও সরাসরি বাস পরিষেবা আছে ঝিলিমিলির উদ্দেশে। যাঁরা একদিনেই ঘুরে আসতে চান, তাঁদের জন্য মুকুটমণিপুর থেকে তালবেড়িয়া যাওয়া খুবই সুবিধাজনক। আবার ঝিলিমিলিতে রাত্রিবাসের ব্যবস্থাও রয়েছে।
এই গরমে যদি ঘরবন্দি না থেকে প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি কিছুটা সময় কাটাতে চান, তাহলে ঝিলিমিলি আর তালবেড়িয়া ড্যাম আপনার জন্য উপযুক্ত। ভিসা লাগবে না, পকেটও খালি হবে না, অথচ ঘুরে আসবেন যেন এক বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে।