• ফের ঘূর্ণাবর্ত, আরও ৫ দিন কালবৈশাখীর পূর্বাভাস, কোন কোন জেলায়?
    আজ তক | ০৪ মে ২০২৫
  • আবার গরম বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রা। একইসঙ্গে ফের ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মের এই ঝড়বৃষ্টি কালবৈশাখী নামেই পরিচিত। যদিও আবহবিজ্ঞানে কালবৈশাখীর আলাদা অর্থ রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। বাড়তে পারে গরম। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। 

    বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়

    হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ৭ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ মে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 

    উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

    আজ থেকে ১০ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ৫০-৬০ কিমি।

    কেমন থাকবে তাপমাত্রা?

    আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিনে দিনের তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪ দিনে দিনের তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে বাড়তে পারে।

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৪৯ শতাংশ।
     
  • Link to this news (আজ তক)