মে মাসের প্রথম কিছুদিন রাজ্য জুড়ে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় অংশেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। সূত্রের খবর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও এই বৃষ্টির রেশ থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। তাই অগ্রিম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।
পাশাপাশি, কলকাতাসহ রাজ্যের বেশ কিছু জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক দিনের ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। তাই ঝড়ের সময় সবাইকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। আগের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা ছিল। তাপমাত্রার পারদ চড়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বঙ্গে প্রবেশ করেছে একটি ঘূর্ণাবর্ত। ফলে আপাতত গরম থেকে নিস্তার রাজ্যবাসীর। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি থাকলেও তাপমাত্রা খুব বেশি বাড়বে না বলেই জানা গিয়েছে।