• 'ভারতে সাড়ে ৫ লাখ পাকিস্তানি রয়েছে, এদের বেছে বেছে ...', বিস্ফোরক শান্তনু
    ২৪ ঘন্টা | ০৪ মে ২০২৫
  • মনোজ মণ্ডল: দেশ থেকে বেছে বেছে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়া হবে। এতে দেশে হানাহানি, অশান্তি কমবে। ভারতে বাস করছেন প্রায় সাড়ে ৫ লাখ পাকিস্তানি। এদের বের করা হবে। রবিবার এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

    রবিবার উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন পাকিস্তানের মৌলবাদীরা ভারতে অশান্তি সৃষ্টি করছে। আমরা তা হতে দেব না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ভারত সরকার পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বন্ধ করেছে। আগামীতে আরো পরিষেবা বন্ধ হবে। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার কথা বলা হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানিদের চিহ্নিত করে পঠানোর কাজ শুরু হয়েছে। ভারত সরকার প্রায় সাড়ে পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করেছে। আগামী দিনে কি হতে চলেছে পাকিস্তান ভালই টের পেয়ে যাবে।

    পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। শান্তনু ঠাকুর বলেন, মুসলিম মৌলবাদী, সন্ত্রাসবাদী ও কট্টরবাদী যারা রয়েছে তারা চায় ভারতের শান্তি নষ্ট করতে। ভারতের উন্নতি রুখতে চায়। মানণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষ একসঙ্গে রয়েছে। আমাদের পক্ষ থেকে একটা কট্টর নীতি নিতে চলেছি। আমরা তাদের সঙ্গে ব্যবসা করব না, এয়ারস্পেস বন্ধ করে দিয়েছি। আজ বিজেপি দেশের যতগুলো রাজ্য রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান থেকে যেসব মানুষ ভারতে ঢুকেছে সেইসব মানুষগুলোকে সবার আগে বের করতে হবে। কারণ ভারতে থেকে তারা ভারতের অর্থনীতিকে কীভাবে নষ্ট করছে তা আমরা সবাই জানি। এটাই আগামী দিন সবচেয়ে বড় নীতি। এই নীতিতে খুঁজে বের করেছি প্রায় সাড়ে ৫ লক্ষ পাকিস্তানি নাগরিক এদেশে রয়েছে। এরা ভারতের নাগরিককে বিয়ে করে ভারতে এসেছে। এখানে এসে তারা বিভিন্ন জেহাদি কাজকর্মের মধ্যে ভারতের অর্থনীতিকে নষ্ট করছে। গোটা দেশে সাড়ে ৫ লক্ষ পাকিস্তানি নাগরিক ভারতের নাগরিকদের বিয়ে করেছে তা সে পুরুষ হোক কিংবা মহিলা। এদের ভারত থেকে বিতাড়িত করতে হবে।

    চন্দননগরে এক পাক মহিলা গ্রেফতার হয়েছেন। প্রায় ৪৫ বছর ধরে তিনি এদেশে বিয়ে করে ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৬০ বছর। এনিয়ে শান্তনু ঠাকুর বলেন, নাগরিকত্বের বিষয়টি অবহেলা করে এসেছে ইউপিএস সরকার। সেই কারণে আমাদের সময় লাগছে এই কাঠামোকে মজবুত করতে। এরকম বহু নিদর্শন রয়েছে। কিছুদিন আগে ৪০০ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি এদের বের করলে ভারতে আগামী দিনে আর হানাহানি করার সুযোগ পাবে না।   

    সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারতকে পারমানবিক হামলার হুমকি দিচ্ছে। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি আমাদের কাছেও আছে। ইউ এন চুক্তি অনুসারে পাকিস্তানের পরমানবিক শক্তি ব্যবহার করার কোন নির্দেশিকা নেই। পাকিস্তানের পারমাণবিক শক্তি কতটা শক্তিধর জানি না। তাদের বন্দুকে, কামানে, ট্যাঙ্কে মরচে ধরে গিয়েছে। তাদের সেনাপ্রধান কাঁপছে থরথর করে, তাদের সেনারা ইতিমধ্যেই ইস্তফা দিতে শুরু করেছে। আপনারা দেখেছেন শুধুমাত্র জলচুক্তি বন্ধ করাতে কেঁপে উঠেছে পাকিস্তান। আরও অনেককিছু শুরু হবে, সরকার সেটা করব। পকিস্তানকে টাইট দিতে সরকার বদ্ধপরিকর যাতে আগামী দিনে এদের দিয়ে জেহাদি কাজকর্ম না হয়।

    পাক নাগরিকদের মধ্যে অনেকে এদেশে বিয়ে করে থাকছিলেন। তাদের এখন চলে যেতে হচ্ছে। এনিয়ে শান্তনু ঠাকুর বলেন, ১৯৫১ সালের যে নাগরিকত্ব আইন তাতে ১৯৮৭ সাল পর্যন্ত যারা ভারতে এসেছিলেন তাদের সন্তানরা জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবেন। তার পরে আর কেউ জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাবে না।  

  • Link to this news (২৪ ঘন্টা)