• 'সুজাতা মণ্ডল একজন দুশ্চরিত্রা,ছলনাময়ী নারী! স্কুলে না গিয়েও বেতন তোলেন..' বিস্ফোরক সৌমিত্র খান...
    ২৪ ঘন্টা | ০৪ মে ২০২৫
  • মৃত্যুঞ্জয় দাস:

    প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফাইল হাতে নিয়ে সুজাতার বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ। তাঁর প্রাক্তন স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলকে নিয়ে বিবাদ চরমে। বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলা কার্য্যালয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির বিষয় সামলে আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

    শুধু দুর্নীতি নয় একেবারে ফাইল তুলে ধরে, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলের একের পর এক দুর্নীতি ফাঁস করলেন সাংসদ সৌমিত্র খা। এদিন বিজেপি সাংসদ  দাবি করেন, শ্যামবাজারে একটি স্কুলের শিক্ষিকা হয়েও স্কুলে না গিয়ে মাসের পর মাস বেতন তুলে নিচ্ছেন সুজাতা। বিগত ৬ বছর ধরে স্কুলে না গিয়েও বেতন তুলছেন সুজাতা-এমনই অভিযোগ। রাজ্যের শিক্ষা দফতরের কাছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করতে চান সৌমিত্র খাঁ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চেয়ারে বসে ৭০ শতাংশ কাটমানি নিয়ে কাজ করছেন সুজাতা মন্ডল এই তথ্যও তুলে ধরেন সাংসদ। 

    ভোটের সময় প্রচারে গিয়েও বেতন তুলেছেন এই তৃণমূল নেত্রী। পুকুরে মাছ ছাড়া নিয়েও টাকা তুলছেন সুজাতা- ক্ষোভ উগড়ে দিয়েছেন সৌমিত্র খাঁ।

    চাকরি করে দেওয়ার নাম করেও টাকা নিয়েছেন সুজাতা এই বিষয়ে সম্পূর্ন তথ্য রয়েছে সাংসদের কাছে এমন কথাও জানান তিনি। বছরে তিনবার বিদেশ ভ্রমণ কার টাকায়, টাকা কোথা থেকে এল- এই প্রশ্ন তুলেছেন সাংসদ। সুজাতার মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু হোক এমন দাবিও তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ডিআই অফিসের এক আধিকারিক কার্ত্তিক মান্নানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জন্যই উনি এই দুর্নিতী করছেন। তাঁর কাছে প্রমাণ আছে। হাইকোর্টে এই বিষয় তিনি তুলে ধরবেন বলেও তিনি জানিয়েছেন।

    'এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কী করে করে করেন সুজাতা? ওঁর কত টাকা? আয়কর-দপ্তরের নজরে আনবেন তিনি বিষয়টি। তৃণমূল করলেই কর্মস্থলে না গিয়ে বছরের পর বছর বেতন তোলা যায়?' সুজাতার সঙ্গে সুজাতার বাবার অ্যাকাউন্টও তদন্ত করে দেখার কথা তিনি বলেছেন।

    সৌমিত্র খাঁর নামে ভুল তথ্য তুলে বাজারে রটানোর জন্য সুজাতাকে আইনি নোটিশ পাঠাতে চলেছেন সাংসদ।

  • Link to this news (২৪ ঘন্টা)