জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু উপত্যকায় গিয়ে হাড়হিম হত্যালীলার অভিজ্ঞতার সাক্ষ এখনও বহন করে চলেছেন পহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত সমীর গুহর স্ত্রী শর্বরী গুহ। ওই ঘটনার সময় শর্বরীদেবী ও তাঁদের কন্যা সঙ্গে ছিলেন। ঘটনার পর কোনও সংবাদমাধ্যমে মুখ খোলেনলি তিনি। এই প্রথম জি ২৪ ঘন্টায় ভাগ করে নিলেন সেই অভিশপ্ত দিনের কথা।
'এত বড় অ্যাটাক হয়ে গেল কিন্তু কোথাও কোনও সিকিউরিটি ছিল না। আমরা অবাক। কাছাকাছি ক্যাম্প ছিল, গুলির আওয়াজ শুনেও প্রায় এক ঘন্টা পর মিলিটারি কেন আসল, আমি জানিনা। ছবি তুলছিলাম তখন আমরা। ঠিক তখনই গুলির আওয়াজ প্রথম পাই। আমরা সবাই শুয়ে পড়েছিলাম। সন্ত্রাসবাদীরা কাছে এসে হিন্দু মুসলিম আলাদা হয়ে যেতে বলে। এরপরেই সেই বহুল চর্চিত কালমা পড়ার আদেশ দেয় হামলাকারীরা। স্বভাবতই আমার স্বামী কালমা পড়তে জানতেন না। একজন বিদেশিকে মারার পর আমার স্বামীর মাথায় গুলি করে ওরা। তারপর হামলাকারীরা বলল মোদি কা আদমি হ্যায়।
আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এত বড় একটা পর্যটক কেন্দ্র- হাজার হাজার পর্যটক সেখানে কিন্তু কোথাও কোনও নিরাপত্তা নেই। না পুলিশ, না মিলিটারি। কেউ এগিয়ে এল না সাহায্যের জন্য। আধঘন্টা ধরে এই হত্যালীলা চলে। আমাদের সরকারের ইন্টেলিজেন্স পুরোপুরি ব্যর্থ। আমরা চাই দ্রুত অপরাধীদের ধরা হোক এবং শাস্তি হোক। আমরা এটার একটা পার্মানেন্ট সলিউশন চাই কারণ আমাদের নিজেদের দেশ আমাদের কাছে সুরক্ষিত নয়। সরকারের কাছে আবেদন করব, আমার স্বামীর চাকরিটা দ্রুত আমাকে দেওয়ার ব্যবস্থা করা হোক। এই ঘটনা আমার আর আমার মেয়ের সারা জীবনের ক্ষত। এই ঘটনা আমাদের উপর কী প্রভাব ফেলেছে তা বলে বোঝাতে পারব না।'