• জাফরাবাদের নিহতদের পরিবার সল্টলেকে, পুলিশ পৌঁছতেই নয়া মোড়...
    এই সময় | ০৪ মে ২০২৫
  • মুর্শিদাবাদে বাবা-ছেলের খুনের ঘটনায় প্রথম থেকেই আতঙ্কের কথা জানিয়েছে পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছে তারা। এ বার সল্টলেকে পরিবারের কয়েকজন। এ দিকে রবিবার তাঁরা সল্টলেকে পৌঁছলে সেখানে বিধাননগর কমিশনারেটের পুলিশ তথ্য জানতে পৌঁছয় বলে অভিযোগ। সেখানে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, শঙ্কুদেব পন্ডা, তরুণজ্যোতি তিওয়ারি। পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটিও হয়। যদিও সূত্রের খবর, নিহতের আরেক ছেলে থানায় অভিযোগ দায়ের করেছেন, তাঁর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সূত্রেই এ দিন পুলিশ গিয়েছিল ওই বাড়িতে।

    বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তাঁরা ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁর আরও দাবি, নিরাপত্তার কারণে আদালতে যাবে এই পরিবার। তাই মুর্শিদাবাদ থেকে সল্টলেকে এসেছেন।

    ওয়াকফ-বিরোধী অশান্তিতে সামশেরগঞ্জের জাফরাবাদে খুন হন বাবা-ছেলে। সূত্রের খবর, নিহতের স্ত্রী, বৌমা ও তাঁর সন্তান সল্টলেকে এসেছেন। আরেক ছেলে রয়েছেন বাড়িতে। তিনিই শনিবার সামশেরগঞ্জ থানায় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানান। যদিও এর বেশি কিছু তিনি বলতে চাননি।

    তবে স্থানীয় সূত্রে খবর, গাড়িতে করে এলাকা ছেড়েছিলেন তাঁরা। সল্টলেক থেকেই আইনি কোনও পদক্ষেপ করতে চলেছেন। সজল ঘোষ বলেন, পুলিশি তদন্তে তাঁদের কোনও ভরসা নেই। তাই তাঁরা কলকাতা শহরে এসেছিলেন হাইকোর্টে যাবেন বলে। সেখানে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ কোনও ভাবে জানতে পেরে বাড়ি ঘিরে ফেলে। পরে শুভেন্দু অধিকারীর কাছে খবর যেতেই আমাদের দেখতে বলেন। জানতে পারি, নিহতের আরেক ছেলে অভিযোগ করেছেন, মাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখানে পুলিশকে তাঁর মা জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় এসেছেন।’

  • Link to this news (এই সময়)