• বাসন্তীতে ভুটভুটি উল্টে উদ্ধার নিখোঁজদের দেহ
    এই সময় | ০৪ মে ২০২৫
  • রবিবার কালবৈশাখীর ঝড়ে বাসন্তীতে হোগল নদীতে উল্টে গিয়েছিল ভুটভুটি। দু’জন নিখোঁজ হয়ে যান। রবিবার দু’জনেরই দেহ উদ্ধার হলো। গত সোমবার বাসন্তীর হোগল নদীতে ডুবে যাওয়া ভুটভুটি শনিবার সন্ধ্যায় উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ডুবে যাওয়া সেই ভুটভুটি দড়ি ও লোহার চেন দিয়ে বেঁধে জল থেকে টেনে তোলা হয় বলে খবর।

    তবে সোমবার থেকে ভুটভুটিতে থাকা জয়ন্ত সর্দার ও বৃন্দাবন হালদারের খোঁজ ছিল না। রবিবার তাঁদের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে একজনের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এর পর বিকেলে দ্বিতীয়জনের দেহ উদ্ধার করা হয়। নিহত জয়ন্ত সর্দার ও বৃন্দাবন হালদার, দু’জনই বাসন্তী এলাকার বাসিন্দা।

    প্রসঙ্গত, গত সোমবার পাঁচজন ভুটভুটিতে চড়ে সোনাখালি বাজারে যাচ্ছিলেন। ঝড়ে বিপদের আঁচ পেয়ে একটি খালের কাছে এসে তাঁরা নোঙর বাঁধেন। তার পরই ভুটভুটি প্রবল ঝড়ের মুখে উল্টে যায়। সে সময় স্থানীয়রা তিন জনকে উদ্ধার করলেও রাতের অন্ধকার ও নদীতে জলস্ফীতির কারণে বাকি দু’জনের তল্লাশিতে সমস্যা হয়।

    মঙ্গলবার সকাল থেকে ফের নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। রবিবার বাসন্তীর হোগল নদী থেকে দু’জনের দেহ উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

  • Link to this news (এই সময়)