নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। পূর্ব বর্ধমানের গলসিতে এই ঘটনা ঘটেছে। গলসির রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে উল্টে যায় ওই যাত্রীবোঝাই শিল্যা-বর্ধমান রুটের বাসটি। রবিবার বর্ধমানে আসার সময় গলসির রায়পুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বাস বিকট শব্দ করে রাস্তার ধারে ধানের জমিতে উল্টে পড়ে। ভিতর থেকে গেল গেল রব। চিৎকার চেঁচামেচি, কান্নাকাটির শব্দ আসতে থাকে। কেউ কেউ জানলা দিয়েই বেরিয়ে আসার চেষ্টা করেন।
ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন। পৌঁছয় গলসি থানার পুলিশও। আহতদের উদ্ধার করে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী ভাবে বাসটি উল্টে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা নাকি গাড়ির রেষারেষিতে এতগুলো প্রাণ এমন ঝুঁকির মুখে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।