• সুজাতাকে আইনি নোটিসের হুঁশিয়ারি সৌমিত্রর, ‘ওঁকে পাত্তাই দিই না’, পাল্টা খোঁচা প্রাক্তন স্ত্রীর
    এই সময় | ০৫ মে ২০২৫
  • দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তা নিয়ে বেআব্রু আক্রমণ শানান বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রকেও পাল্টা খোঁচা দেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল। এ বার প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি সৌমিত্র খাঁয়ের। যদিও সে সব পাত্তা দিতে নারাজ সুজাতা। সুজাতা বলেন, ‘এ সব বাজে কথা। কবে আইনি নোটিস পাঠাবে একটু জানিয়ে দিলে ভালো হয়। আমিও অপেক্ষা করে থাকব।’ সুজাতার খোঁচা, ‘মানসিক হতাশায় এখন এ সব বলছেন সৌমিত্র। ওঁর কথায় আমি গুরুত্বও দিই না, পাত্তাও দিই না।’

    বছর তিনেক হতে চলল সৌমিত্র-সুজাতার বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে বিভিন্ন ইস্যুতে কথার লড়াই চলে তাঁদের। দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে, এ বার একেবারে আমনে-সামনে লড়াই। রবিবার সৌমিত্র খাঁ বলেন, ‘সুজাতা মণ্ডল সব সময় ব্যক্তিগত ভাবে উল্টোপাল্টা কথা বলেন। আমার আইনি নোটিস যাচ্ছে।’

    একই সঙ্গে একটি নথি তুলে ধরে সৌমিত্র দাবি করেন, ‘সুজাতা ৬ বছর ধরে শ্যামবাজার এভি স্কুলের শিক্ষিকা। এক দিনের জন্যও উনি স্কুলে শিক্ষকতা করতে যাননি। সরকারকে জানাব। না হলে কলকাতা হাইকোর্টে যাব আমি। উনি প্রতি মাসের মাইনে নেন।’ যদিও সুজাতার দাবি, এ অভিযোগ ভিত্তিহীন। সুজাতা বলেন, ‘আমি বহু দিন ওই স্কুলের সঙ্গে যুক্ত নই। আসলে ওঁর পুঁথিগত শিক্ষা আমি জানি। আমি কী, তাও আমি জানি। আমার ওর মতো বেআইনি রোজগার নয়। ওর মতো অসৎ ভাবে জেতা সাংসদও নই।’

  • Link to this news (এই সময়)