বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু
আজকাল | ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৪ দিনের মাথায় আইআইটি খড়গপুরে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। রবিবার ভোরে মদনমোহন মালব্য হলের এসডিএস ১৩৫ নম্বর রুম থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রের নাম, মহম্মদ আসিফ কামার। তাঁর বাড়ি বিহারের শিওহর জেলায়। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
সূত্রে জানা গেছে, শনিবার রাতে তাঁর রুমের দরজা বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় তাঁর সহপাঠীরা দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে সহপাঠীরা কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে রবিবার ভোরবেলায় ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি খড়গপুর চত্বরে।
জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে ওই ছাত্রের বাড়ি যাওয়ার কথা ছিল। রাত্রে এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেন ওই ছাত্র। সেই তরুণী আইআইটি খড়গপুর কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানান।
ইতিমধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গত চার মাসে তিনজন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘটনায় ইতিমধ্যে আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।