ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী...
আজকাল | ০৫ মে ২০২৫
মিল্টন সেন
বিএসএফের হাতে বন্দি পাক রেঞ্জার্স জওয়ান। সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ। এই পরিস্থিতিতে হয়তো ছাড়া পেতে সুবিধা হবে পূর্ণম সাইয়ের, আশাবাদী জওয়ানের পরিবার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে সীমানা লঙ্ঘন করার অভিযোগে এক পাকিস্তান রেঞ্জারকে আটক করে ভারতীয় বিএসএফ।
সেই খবর পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার। তাঁদের বক্তব্য, এতদিন ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেখানে কোনও উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার একই ভুল করেছে ওদের রেঞ্জার। এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে ওরা কিছুটা হলেও উৎসাহী হবে। বারো দিন কেটে গেলেও এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।
পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং হয়েছে ভারতের। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি। সম্প্রতি পূর্ণমের স্ত্রী, তাঁর ছেলে ও পরিবারের কয়েকজন সদস্য নিয়ে পাঠানকোট গিয়েছিলেন।
সেখানে তাঁদের সঙ্গে বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও-র সঙ্গে কথা হয়েছে। জানানো হয়েছে, পূর্ণমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে। ১২ দিন কেটে গেলেও কী অবস্থায় রয়েছেন পূর্ণম তা জানা যাচ্ছে না। একটাই স্বস্তির খবর পাকিস্তান রেঞ্জারকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটক করেছে।