• মুসলিম এলাকায় মন্দির বাঁচাতে অফিস, লভ জেহাদ রুখতে সনাতন যাত্রা, ঘোষণা লখনউতে
    আজ তক | ০৫ মে ২০২৫
  • লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্টানে রবিবার অনুষ্ঠিত হল এক ধর্ম সংসদ, যেখানে নেতৃত্বে ছিল বিশ্ব হিন্দু পরিষদ। এই ধর্ম সংসদে অযোধ্যা, কাশী, মথুরা-সহ সারা দেশ থেকে সাধু-সন্তরা উপস্থিত ছিলেন। ধর্ম সংসদে গৃহীত হয়েছে ৭টি বিতর্কিত প্রস্তাব, যা দেশজুড়ে নতুন করে আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে।

    ধর্ম সংসদে গৃহীত প্রধান ৭ প্রস্তাব:
    হিন্দু রাষ্ট্র গঠনের প্রস্তাব পাস হয়েছে। ধর্ম সংসদের নেতারা দাবি করেন, দেশের নিরাপত্তা ও সনাতন ধর্ম রক্ষার জন্য এটি অত্যাবশ্যক।

    সনাতন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে দেশের যে কোনও প্রান্তে হিন্দুদের উপর হামলা বা হেনস্থার খবর দ্রুত পৌঁছয় সংগঠনের কাছে।

    বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ মুসলিম প্রধান এলাকায় তাদের দফতর (সনাতন কবচ) খুলবে, যাতে ওই এলাকায় হিন্দু এবং মন্দিরগুলি নিরাপদ থাকে।

    লভ জিহাদের বিরুদ্ধে প্রচার অভিযান চালানো হবে, যাতে হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে না করেন।

    ভূমি জিহাদ বন্ধের দাবিতে গঠিত হবে এক বিশেষ সংগঠন – "সনাতন সেনা", যারা সক্রিয়ভাবে ভূমি দখল ও হিন্দু এলাকা দখলের বিরুদ্ধে লড়াই করবে।

    মুর্শিদাবাদ সহ অন্যান্য অঞ্চলে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে ‘সনাতন যাত্রা’ আয়োজন করা হবে জুন মাসে, যা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে কাশ্মীর পর্যন্ত যাবে।

    সনাতন ধর্ম রক্ষায় অবদানের জন্য ব্যক্তিদের ‘সনাতন গৌরব সম্মান’ প্রদান করা হবে।

    ধর্মীয় ও রাজনৈতিক বার্তা:
    উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের উপস্থিতি এই ধর্ম সংসদে রাজনৈতিক গুরুত্ব যোগ করেছে। হনুমানগড়ির মহন্ত রাজু দাস বলেন, “পহেলগাম হামলার মতো ঘটনা রোধ করতে হলে সারা দেশে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ধর্ম রক্ষা করলেই ধর্ম মানুষকে রক্ষা করবে।”

    পশ্চিমবঙ্গের প্রসঙ্গ:
    বিশেষভাবে উঠে আসে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ, রেইকি করে আগে থেকে পরিকল্পিত হামলা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ‘সনাতন হেল্পলাইন’ খোলার কথাও জানানো হয়।


     
  • Link to this news (আজ তক)