নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল বেহালার জেমস লং সরণীর একটি আবাসনে। স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার আবাসনের চার তলায় আগুন লেগে যায়। আতঙ্কে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।দমকল সূত্রে খবর, ফ্ল্যাটের দুদিক থেকেই গলগল করে বের হতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ওই আবাসনের প্রত্যেক আবাসিককে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। অগ্নিকাণ্ডের অবরুদ্ধ হয়ে পড়েছে জেমস লং সরণী। দমকল কর্মীরা ইতিমধ্যেই আবাসনের ভিতরে প্রবেশ করেছেন। আগুন আসবাবপত্রে ছড়িয়ে পড়েছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে।