• নারী সুরক্ষায় বিশেষ অ্যাপ তৈরি করে তাক লাগাল বোলপুরের অনুরাগ
    দৈনিক স্টেটসম্যান | ০৫ মে ২০২৫
  • দেশ ও রাজ্যে নারী সুরক্ষা যখন বিপন্ন, তখন তাঁদের নিয়ে চিন্তিত ১১ বছরের ছোট্ট বালক। লাভপুরের এই খুদে পড়ুয়ার নাম অনুরাগ মজুমদার।এই অল্প বয়সেই ছোট্ট বোনের সুরক্ষার জন্য আস্ত একটি অ্যাপ বানিয়ে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। ছোট বোনের সুরক্ষার কথা মাথায় রেখেই মাত্র ১১ বছর বয়সে ‘হিউম্যান ম্যানেজমেন্ট রেসকিউ সিস্টেম’ বা আরএল সিস্টেমের কথা মাথায় আসে তার।

    অনুরাগ মজুমদারের কথায়, সে বড় হয়ে বিজ্ঞানী হতে চাই। ভবিষ্যতে মহিলাদের সুরক্ষা দিতেই নানা ভাবনা চিন্তা রয়েছে। তার মোবাইল অ্যাপের মাধ্যমেও জরুরিকালীন অবস্থায় সুরক্ষা পেতে পারেন সকলেই। তার পাশে দাঁড়িয়েছেন লাভপুরে পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও লাভপুরের বিধায়ক এবং ব্লক প্রশাসন।’

    এর আগে কলকাতার বিখ্যাত নিউরোসায়েন্টিস্টের থেকে পুরস্কারও পেয়েছিল সে। এবার স্বীকৃতি মিলল এশিয়াটিক সোসাইটির বিশেষ কর্মশালার মাধ্যমে। গত শুক্রবার, অনুরাগকে লাভপুর ব্লক প্রশাসনের তরফে সম্মানা জানানো হয়। এদিন অনুরাগের হাতেই এই কর্মশালার উদ্বোধন হয়। সি কর্মশালায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, বিডিও শিশুতোষ প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন প্রমুখ। বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, ‘অনুরাগের সাফল্য গর্বিত। তাঁর পরিবারের পাশে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)