ভাড়া নিয়ে বিবাদ, আচমকা ছুরি নিয়ে যাত্রীর উপর হামলা টোটোচালকের!
প্রতিদিন | ০৫ মে ২০২৫
রাজা দাস, বালুরঘাট: ফের শিরোনামে টোটোচালকের দৌরাত্ম্য। এবার ভাড়া সংক্রান্ত বচসার জেরে যাত্রীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল টোটোচালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। ইতিমধ্যেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন যাত্রী।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, রবিবার পরিবারের সদস্যদের নিয়ে আত্রেয়ী নদীর সদরঘাটে স্নান করতে গিয়েছিলেন সনৎ মহন্ত। কল্যাণীঘাট এলাকা থেকে তাঁরা দুটি টোটো করে গৌরীয় মঠ এলাকায় বাড়ি ফেরেন। নেমে ৫০ টাকা করে দুই টোটোকে ১০০ টাকা দিতে যান সনৎবাবু। কিন্ত আরও বেশি টাকা তাঁরা দাবি করে বলেই অভিযোগ। তা নিয়েই বাকবিতন্ডা শুরু হয়। অভিযোগ, এমন সময় দিলীপ নামে এক চালক সিটের নিচ থেকে ছুরি বের করে চড়াও হন সনতের উপর। আতঙ্কিত হয়ে যান সনৎ ও তাঁর পরিবারের লোকজন। এদিকে আর্তনাদ শুনেই স্থানীয়রা জড়ো হয়ে যায়।
পুলিশকে খবর দিতেই টোটো নিয়ে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন সনৎ। তিনি জানিয়েছেন, ৫০০ টাকা দাবি করেছিলেন টোটো চালকরা। দাবি মতো ভাড়া দিতে রাজি না হওয়ায় অশান্তির সূত্রপাত। এরপরই ছুরি নিয়ে হামলা। দিনেদুপুরে এতবড় ঘটনা! রাতে হলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। রীতিমতো আতঙ্কিত তাঁরা।