মাধ্যমিকে অকৃতকার্য, অবসাদে চরম সিদ্ধান্ত নিল ঝাড়গ্রামের নাবালিকা!
প্রতিদিন | ০৫ মে ২০২৫
সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারেনি, ফলে গ্রাস করেছিল অবসাদ। যার পরিণতি হল ভয়ংকর। গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেলপাহাড়ির তামাজুড়ির বাসিন্দা ওই নাবালিকা ভুলাভেদা জন কল্যাণ হাই স্কুলের ছাত্রী ছিল। চলতি বছরে মাধ্যমিক দিয়েছিল সে। শুক্রবার প্রকাশিত হয় রেজাল্ট। দেখা যায়, পাশ করতে পারেনি সে। স্বাভাবিকভাবেই অবসাদে ভুগতে শুরু করে। বাড়িতে সকলের থেকে নিজেকে সরিয়ে নেয়। রবিবার সকালে গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি গাছে একজনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পরিবারের সদস্যরা গিয়ে শনাক্ত করে নাবালিকাকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবার সূত্রে খবর, রেজাল্ট জানার পর থেকেই মুষড়ে পড়েছিল নাবালিকা। পরিবারের কারও সঙ্গে কথাও বলছিল না। তবে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে মেয়ে, তা স্বপ্নেও ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। যদিও নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।