• পুলিশি অত্যাচারের অভিযোগ, রাজ্যপালকে চিঠি মুর্শিদাবাদে নিহত দু’জনের স্ত্রীর!
    প্রতিদিন | ০৫ মে ২০২৫
  • শাহাজাদ হোসেন, ফরাক্কা: পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। এবার রাজ্যপালের দ্বারস্থ মুর্শিদাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী। ইতিমধ্যেই সিভি আনন্দ বোসকে তাঁরা চিঠি পাঠিয়েছেন বলে খবর।

    সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত মাসের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেই সময়ই মৃত্যু হয় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। সেই ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। এসবের মাঝেই শোনা যায়, নিহত দুজনের স্ত্রীকে অপহরণ করা হয়েছে। যদিও পরবর্তীতে সল্টলেকে হদিশ মেলে তাঁদের। বর্তমানে সেখানেই রয়েছেন দুজন। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অত্যাচার, জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া-সহ একাধিক অভিযোগ তুলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখলেন নিহতদের স্ত্রীরা।

    সেখানে তাঁরা জানিয়েছেন, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন। পাশাপাশি তাঁদের দাবি, অপহরণ নয়, পুলিশের জুলুম থেকে বাঁচতে নাকি কলকাতায় আত্মগোপন করেছিলেন তাঁরা। উল্লেখ্য, আগামিকালই মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। 
  • Link to this news (প্রতিদিন)