• হারিয়ে যাচ্ছে একের পর এক উজ্জ্বল নক্ষত্ররা, IIT খড়্গপুরের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা
    এই সময় | ০৫ মে ২০২৫
  • দেশের প্রাচীনতম IIT। এখানেই পড়াশোনা করেছেন গুগল সিইও সুন্দর পিচাই থেকে টাটা মোটরসের প্রাক্তন চেয়ারম্যান রবিকান্ত, বিনোদ গুপ্ত, সুরজিৎ পুরকায়স্থ, অরবিন্দ কেজরিওয়ালের মতো বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হাজার হাজার ব্যক্তিত্বরা। তবে বিশ্বের প্রথম সারির এই ‘প্রতিষ্ঠান’ নিয়েই এখন উদ্বিগ্ন অভিভাবকরা।

    চলতি বছরের ৪ মে, অর্থাৎ মাত্র ৪ মাসে ৩ জন মেধাবী পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে IIT খড়্গপুরের বিভিন্ন হোস্টেল থেকে। পড়ুয়াদের নিজেদের রুম থেকেই পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে প্রতিটি ক্ষেত্রে।

    ২০২২ সাল থেকে ধরলে এই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যাটা অন্তত ৬। সম্প্রতি, পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে IIT খড়্গপুরে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অত্যাধুনিক জেন লাউঞ্জের উদ্বোধন হয়েছে প্রাক্তনীদের উদ্যোগে।

    IIT খড়্গপুরের এক জনসংযোগ আধিকারিক বলেন, ‘নিয়মিত কাউন্সেলিং-র ব্যবস্থা-সহ যে কোনও পরিস্থিতিতে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য ২৪ ঘন্টার অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়াদের কাছে সেই তথ্য পৌঁছে দিতে প্রতিটি হোস্টেলের দরজায় দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে স্ক্যানার। যে কোনও মুহূর্তে, যে কোনও পরিস্থিতিতে স্ক্যান করলেই মিলবে সহায়তা।’

    শুধু তাই নয়, মৃত এক ছাত্রের অভিভাবকদের পরামর্শ মেনে গত ২ মে, শুক্রবার একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে ভারপ্রাপ্ত ডিরেক্টর অমিত পাত্রের উপস্থিতিতে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তার মাত্র দু’দিনের মধ্যেই, রবিবার ৪ মে আরও এক মেধাবী পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল তাঁর নিজের রুম থেকে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন IIT কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা।

    চলতি বছরে অল ইন্ডিয়া জয়েন্টের এক টপার IIT খড়্গপুরে পড়াশোনার জন্য জেইই অ্যাডভান্সের প্রস্তুতি নিচ্ছেন। রবিবারের ঘটনার পর ওই পড়ুয়ার অভিভাবকও উদ্বেগ প্রকাশ করেছেন।

    অভিভাবকের কথায়, ‘কি ভাবে একের পর এক উজ্জ্বল নক্ষত্ররা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যশালী ও প্রাচীনতম এই প্রতিষ্ঠান থেকে? কর্তৃপক্ষের আরও সচেতন ও সজাগ হওয়া প্রয়োজন।’

  • Link to this news (এই সময়)