• শিক্ষা জেলায় পাশের হার কত? নেই উত্তর
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে পাশের হার কত? মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দু’দিন পর রবিবার বিকলে পর্যন্ত তা জানাতে পারেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ নিয়ে পর্ষদের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ বিভিন্ন মহল। একই সঙ্গে তারা শিলিগুড়ি শিক্ষা জেলার ‘স্ট্যাটাস’ নিয়ে তুলেছে প্রশ্ন। তাদের আশঙ্কা, এই শিক্ষা জেলাকে গুরুত্বহীন করার চেষ্টা চলছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন জেলার মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক সুপ্রকাশ রায়। 

    সুপ্রকাশবাবু রবিবার বলেন, শীঘ্রই শিলিগুড়ির পাশের হারের রিপোর্ট জেলা প্রশাসনের কাছে পাঠাবে পর্ষদ। গত ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তারা প্রতিটি জেলার ছাত্রছাত্রীদের পাশের হার নিয়ে তালিকা প্রকাশ করেছে। তাতে বিহারের কাটিহার (এক্সট্রা টেরিটরি) এলাকার পাশের হারও উল্লেখ রয়েছে। কিন্তু নির্দিষ্টভাবে শিলিগুড়ি শিক্ষা জেলার তথ্য উল্লেখ নেই সেখানে। জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার এই জেলা থেকে পরীক্ষায় বসেছিল প্রায় ১৩ হাজার ৬৯০ জন ছাত্রছাত্রী। এরমধ্যে ছাত্র ও ছাত্রীদের পাশের হার কত, তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে ক্ষুব্ধ অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদরা। তাঁদের একাংশ পর্ষদের বিরুদ্ধে সরব হয়েছেন। 

    অভিভাবকদের অভিযোগ, পর্ষদের একাংশের গাফিলতিতেই শিলিগুড়ির পাশের হার নিয়ে প্রকৃত তথ্য মিলছে না। অপরিকল্পিত ভাবে পর্ষদ কর্তৃপক্ষ ওই ফলাফল প্রকাশ করেছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু বলেন, পার্বত্য এলাকার সঙ্গে শিলিগুড়ির ফলাফল গুলিয়ে দেওয়া হয়েছে। এটা পর্ষদ ঠিক করেনি। যার জন্য শিলিগুড়ি শিক্ষা জেলার প্রকৃত তথ্য মিলছে না। অবিলম্বে এ ব্যাপারে পর্ষদের সংশোধনী দেওয়া উচিত। 

    ভৌগোলিক অবস্থানের দিক থেকে রাজ্যের বৈচিত্রময় জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলা অন্যতম। এই জেলার পাহাড় ও সমতলের অংশ নিয়ে পৃথক দু’টি শিক্ষা জেলা গঠিত হয়েছে। পার্বত্য এলাকার জন্য রয়েছেন একজন বিদ্যালয় পরিদর্শক। আর সমতলভাগ শিলিগুড়ির জন্য আছেন আরএকজন বিদ্যালয় পরিদর্শক। সংশ্লিষ্ট দু’টি শিক্ষা জেলাকে কেন্দ্র করেই পরীক্ষার প্রস্তুতি কমিটি গড়া হয়ে থাকে। দু’টি জায়গার পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক দু’জন। পার্বত্য এলাকার তুলনায় সমতলভাগে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। 

    দার্জিলিং জেলা থেকে পরীক্ষায় ১৪ হাজার ৯৩৮ জন পরীক্ষায় বসেছে বলে পর্ষদের প্রকাশিত তালিকা ও মানচিত্রে উল্লেখ করা হয়েছে। পাহাড় ও সমতলের পরীক্ষার্থীর সংখ্যা জুড়লে সংশ্লিষ্ট সংখ্যা বেশি হবে। শিলিগুড়ির মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক বলেন, আগামীতে যাতে এ ধরনের ত্রুটি না থাকে সেদিকে নজর দেওয়া হবে। তবে এই শিক্ষা জেলার গুরুত্ব কমবে না।
  • Link to this news (বর্তমান)