সংবাদদাতা, চাঁচল: ভাকরি জিপি কাপ শর্ট বাউন্ডারি নৈশ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে চাঁচলে। আইপিএলের আবহে শনিবার থেকে চাঁচল কলমবাগানে এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ এলাকায়। সূচনার সময় কাশ্মীরের পহেলগাঁওয়ে শহিদ পর্যটকদের ও জওয়ান শেখ ঝন্টু আলিকে শ্রদ্ধা জানানো হয় এক মিনিট নীরবতা পালন করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মালদহ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য বুলবুল খান ও রেহেনা পারভিন, প্রাক্তন বিধায়ক আলবেরুনী জুলকারনাইন ও মোস্তাক আলম, চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু ও চাঁচল ২ এর বিডিও শান্তনু চক্রবর্তী সহ অন্যরা।
ক্রিকেট কমিটি সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রথম দিন ২৮ টি দল অংশ নেয়। চার ওভারের খেলা দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ২৫ হাজার ও রানার্স দলকে ট্রফি সহ ১৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের জন্যও পুরস্কার রয়েছে। মন্ত্রী তাজমুল হোসেন বলেন, বর্তমানে মোবাইল গেমে আসক্ত যুব সমাজ। তাদের মাঠমুখী করতে বারবার এরকম উদ্যোগ নেওয়া উচিত। উদ্যোক্তাদের কুর্নিশ করছি। কমিটির সদস্য মিজানুর ইসলাম বলেন, এখন আইপিএল চলছে। তাই এই আবহে এলাকার যুবকেরা উৎসাহী হয়ে নৈশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।
আরেক সদস্য মাফুজ আলি বলেন, এলাকার যুবকদের মাঠমুখী করতে এই ধরনের টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে। ক্রিকেট টুর্নামেন্টে উদ্যোক্তারা।-নিজস্ব চিত্র