দেড় কোটিতে দৌলতপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ শুরু শীঘ্রই
বর্তমান | ০৫ মে ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: দীর্ঘ কয়েক দশকের দাবি পূরণ হওয়ার পথে বংশীহারির দৌলতপুরের বাসিন্দাদের। মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তৈরি হবে স্বাস্থ্য কেন্দ্র। দৌলতপুরে ১৫ বেডের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হবে শীঘ্রই। এজন্য স্বাস্থ্যভবন প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, ২০১১ সালে বংশীহারি ব্লকের দৌলতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অনুমোদিত করে স্বাস্থ্য দপ্তর। এপ্রিল মাসে স্বাস্থ্য ভবন প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছে। আমরা টেন্ডার প্রক্রিয়া করে পুজোর আগেই কাজ শুরু করে দেব। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলে প্রায় ৪০ হাজার মানুষ পরিষেবা পাবেন।
স্থানীয়দের বক্তব্য, আজও বংশীহারির বাগদুযার, গাঙ্গুরিয়া, বনমালিপুর, শিশা, মহম্মদপুর, দৌলতপুর সহ অন্য গ্রামের রোগী ও প্রসূতিদের স্বাস্থ্য পরিষেবা নিতে কখনও ২০ কিমি, কখনও ১০ কিমি পথ অতিক্রান্ত করে রশিদপুর ও হরিরামপুর গ্রামীণ হাসপাতাল যেতে হয়।
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, আমার বিধানসভা কেন্দ্রে দৌলতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দাবি বহু দিনের। আমার কাছে স্থানীয়রা একাধিক সময় জানিয়েছিল। আমি মুখ্যমন্ত্রীকে দিয়ে স্বাস্থ্য ভবন থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য বরাদ্দ করিয়েছি। একমাসের মধ্যে কাজের সূচনা করব।
বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বলেন, আমি দৌলতপুরের বাসিন্দা। গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। আমরা জনপ্রতিনিধি হিসেবে লড়াই করেছি। দীর্ঘদিনের দাবি আমাদের পূরণ হতে চলেছে। মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পেতে চলেছে দৌলতপুরবাসী। বংশীহারির দৌলতপুরে এখানেই তৈরি করা হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। -নিজস্ব চিত্র