• চিত্রকূট সীমান্তে চিতল হরিণ উদ্ধার, কোত্থেকে এল? ধন্দ
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: রবিবার বিকেলে কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চিত্রকূট গ্রামে ধান খেতে হঠাৎ দেখা মিলল একটি পুরুষ চিতল হরিণের। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দিনহাটার সিতাইয়ের সাতভাণ্ডরী এলাকায়। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, হরিণটিকে ধান খেতের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে গ্রামবাসীরাই সেটিকে ঘিরে ধরে আটক করেন। এরপর খবর দেওয়া হয় বিএসএফের ৭৮ নম্বর ব্যাটালিয়নের কর্তাদের। আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই চিতল হরিণটিকে বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায়। দ্রুত খবর পাঠানো হয় বনদপ্তরে। 

    খবর পেয়ে বনদপ্তরের একদল আধিকারিক ঘটনাস্থলে এসে হরিণটিকে নিজেদের হেফাজতে নেন। কোচবিহারের ডিএফও অসিতাভ চক্রবর্তী বলেন, সিতাইয়ের চিত্রকূট সীমান্ত থেকে বিএসএফ কর্তারা একটি আহত চিতল হরিণ উদ্ধার করেন। খবর পাওয়ার পর আমাদের কর্মীরা সেখানে পৌঁছে হরিণটিকে নিয়ে আসে। এটি বর্তমানে চিকিৎসাধীন। সুস্থ হলেই হরিণটিকে কোচবিহারের পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 

    ডিএফও আরও বলেন, চিত্রকূট সীমান্তের আশপাশে কোনও জঙ্গল নেই। ফলে কীভাবে ওই হরিণ ওই এলাকায় পৌঁছল, তা আমাদের কাছে বড় প্রশ্ন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)