• ১৬টি ক্লাবে সই সাড়ে তিনশোর বেশি ফুটবলারের, আত্মপ্রকাশ অগ্রগামীর
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: ফুটবলারদের দলবদলের মধ্য দিয়ে শিলিগুড়ির ফুটবলে যেন পরিবর্তনের হাওয়া। শনিবার থেকে শিলিগুড়ি প্রথম বিভাগ ফুটবলের দলবদল শুরু হয়েছে। রবিবার পর্যন্ত ১৬টি ক্লাবে সাড়ে তিনশোরও বেশি ফুটবরার সই করেছেন। সোমবার দলবদলের শেষদিন।

    এই দলবদলের মধ্য দিয়েই শিলিগুড়ি ফুটবল লিগে আত্মপ্রকাশের বার্তা দিল ঋদ্ধিমানের ক্লাব অগ্রগামী সংঘ। ক্রিকেট ক্লাব হিসেবেই পরিচিত অগ্রগামী। ক্রিকেট নিয়ে সারাবছর চর্চা চলে। ঋদ্ধিমান সাহা, কামাল হাসান, দেবব্রত দাস সহ ঝাঁকে ঝাঁকে তারকা ক্রিকেটার উপহার দিয়েছে শিলিগুড়ির এই ক্লাব। এবার ক্রিকেটের সঙ্গে শিলিগুড়ি ফুটবল লিগেও খেলবে অগ্রগামী। 

     অগ্রগামীর মতো দীর্ঘদিন বাদে শিলিগুড়ি মিলনপল্লি স্পোর্টিং ক্লাব, নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব, স্পোর্টিং ইউনিয়ন, নবোদয় সঙ্ঘ ও ভিবজিওর স্পোর্টিং ক্লাব এবার  শিলিগুড়ি প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেবে। এতে এবার ক্লাবের সংখ্যা দশ থেকেই বেড়ে ১৬ হয়েছে।  ক্লাবের সংখ্যা বেড়ে যাওয়ায় বেশি করে ঘরের ছেলেরা খেলার সুযোগ পাবে বলে মনে করছেন শহরের প্রাক্তন ফুটবলাররা।

    অগ্রগামী সঙ্ঘের সম্পাদক পার্থসারথি দাস বলেন, দীর্ঘদিন ধরে  আমরা ক্রিকেট নিয়ে সারা বছর কাজ করে চলেছি। ঋদ্ধিমান সাহা সহ অনেক কৃতি ক্রিকেটার উপহার দিয়েছি। সেই জায়গা থেকে আমাদের উপলব্ধি হয়েছে, শিলিগুড়িতে অনেক ফুটবল কোচিং সেন্টার রয়েছে। কোচিং সেন্টারের সমস্যা, চাহিদার দিকগুলি আমরা ভালোভাবেই বুঝি। তাই একটি ফুটবলের একটি কোচিং ক্যাম্পকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি সেখানকার কচিকাঁচাদের খেলার সুযোগ করে দেয়ার জন্যই এবার আমরা ফুটবলের অংশগ্রহণ করছি। সারাবছর ছোট ছেলেরা খেলা শিখছে। কিন্তু খেলার সুযোগ সেভাবে পাচ্ছে না। তাদের খেলার সুযোগ করে দিতেই আমরা এবার ফুটবলেও দল নামাচ্ছি। আমরা একটি কোচিং সেন্টারকে নিয়ে আমাদের ফুটবল দল গঠন করছি। এদিকে শহরের প্রাক্তন ফুটবলাররা অগ্রগামী সঙ্ঘ সহ বাকি পাঁচটি নতুন ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দলের সংখ্যা বাড়লে খেলা বাড়বে। এতদিন দল কম থাকায় শিলিগুড়ি প্রথম বিভাগ ফুটবল লিগ খেলার কম সুযোগ পেত স্থানীয় ছেলেরা। এবারের এই পরিবর্তন শিলিগুড়ি ফুটবলের পক্ষে মঙ্গলজনক বলেই মনে করছেন তারা।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)