• নয়া ট্রান্সফরমারে বিকল টিভি, ফ্রিজ
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: গ্রীষ্মের দাবদাহ বেড়েছে। ফলে জেলাজুড়ে বৈদ্যুতিক চাহিদা বেড়েছে। যার জন্য এলাকাগুলিতে প্রায় কমবেশি লোডশেডিং হচ্ছে। একাধিক বৈদ্যুতিক সমস্যা দেখা গিয়েছে। বর্তমানে নিতুড়িয়া থানা এলাকার বারুইপাড়া লোকনাথ কলোনি এলাকার বাসিন্দারা বৈদ্যুতিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। ওই কলোনির বাড়িগুলিতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য কয়েক মাস আগে বিদ্যুৎ দপ্তরের তরফে নতুন ট্রান্সফর্মার লাগানো হয়। ট্রান্সফর্মার লাগানোর পর থেকে কলোনিতে সমস্যা দেখা দিয়েছে। কখনও কখনও হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ বেড়ে যাচ্ছে। যার ফলে অধিকাংশ বাড়ির বিদ্যুতের ফিউজ উড়ে যাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ চলে আসায় বাড়ির চালু অবস্থায় থাকা বাল্ব, ফ্যান, টিভি, ফ্রিজের মতো বৈদ্যুতিক সরঞ্জামগুলি নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। রবিবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কলোনিতে ট্রান্সফর্মার ঠিক করতে আসেন। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সামনে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপাড়া লোকনাথ কলোনিতে নতুন বস্তি এলাকা গড়ে উঠছে। বর্তমানে কলোনির বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। যার জন্য কলোনিতে নতুন ট্রান্সফর্মার বসানো হয়েছে। অভিযোগ, ওই ট্রান্সফর্মার দেওয়ার পর থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। ট্রান্সফর্মার থেকে যতগুলি বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে তারা বিপাকে পড়েছে। বিদ্যুৎ দপ্তর বিষয়টি নিয়ে নীরব।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকজন বিদ্যুৎ কর্মী কলোনিতে এসেছিলেন। তাঁরা ট্রান্সফর্মার থেকে আসা বৈদ্যুতিক তার সহ বাড়িতে বাড়িতে সংযোগ দেওয়ার জায়গাগুলি খতিয়ে দেখেন। কিন্তু, কোথাও কোনও সমস্যা দেখতে  না পেয়ে তাঁরা গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখনই বাসিন্দারা বিক্ষোভ দেখান। 

    স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনও বাড়িতে বিদ্যুতের বিল বকেয়া থাকলে বিদ্যুৎ দপ্তরের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে নানা কাগজপত্র আনার জন্য বলা হয়। কোনও একটি কাগজ দিতে না পারলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় না। অথচ বারুইপাড়ার কলোনিতে প্রায় তিনমাস ধরে সমস্যার কথা জানানো হলেও বিদ্যুৎ দপ্তর পদক্ষেপ গ্রহণ করেনি। কলোনির বাসিন্দা মনোরঞ্জন তেওয়ারি, উমাপদ রায় বলেন, হঠাৎ কখনও কখনও অতিরিক্ত বিদ্যুৎ চলে আসছে। ফলে সেই সময় বৈদ্যুতিক বাল্ব, ফ্যান থেকে শুরু করে টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার একাধিকজনের দামি দামি জিনিসপত্র পুড়ে গিয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ব্যবহার করতে ভয় পাচ্ছি। সমস্যার সমাধানের জন্য দপ্তরকে জানানো হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এদিন বিদ্যুতের কাজ করতে আসা কর্মীদের জানানো হলে তাঁরা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার কথা জানান।

    নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, সমস্যার কথা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে।

    বিষয়টি নিয়ে বিদ্যুৎ বণ্টন সংস্থার স্টেশন ম্যানেজারকে একাধিকবার ফোন করা হলে সুইচ অফ আসে। দপ্তরের এক কর্মী বলেন, ট্রান্সফর্মারটিতে ত্রুটি রয়েছে। আপ ডাউন করার জন্য সমস্যা হচ্ছে। ট্রান্সফর্মারটি বদল করা ছাড়া উপায় নেই।
  • Link to this news (বর্তমান)