• স্কুলে না গিয়েই বেতন! সাংসদ সৌমিত্রর নালিশ খারিজ সুজাতার
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: ছ’বছর ধরে স্কুলে না গিয়েও বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে বেতন তোলার অভিযোগে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যদিও সৌমিত্রর অভিযোগ খণ্ডন করেছেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুজাতা। তাঁর দাবি, সাংসদ যে স্কুলের নাম বলেছেন, তিনি ওই স্কুল থেকে অনেকদিন আগেই বদলি হয়ে গিয়েছেন। আর নিয়ম মেনে তিনি বেতন পান বলে দাবি করেছেন। 

    সৌমিত্র এদিন বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বলেন, বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল কলকাতার একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করলেও তিনি ৬ বছর ধরে স্কুলে যাননি। অথচ নিয়মিত বেতন তুলছেন। ২০২৪ লোকসভা ভোটে যখন তিনি বিষ্ণুপুরে প্রচারে ব্যস্ত। তখনও তিনি বেতন তুলেছেন। এটা কীভাবে সম্ভব? শিক্ষাদপ্তরের আধিকারিকরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। শুধু তাই নয়, স্কুলের বেতন ছাড়াও একই সঙ্গে তিনি জেলা পরিষদ থেকেও ভাতা তুলছেন।

    এব্যাপারে সুজাতা বলেন, আমি কোনও রকম দুর্নীতি করিনি। সরকারি নিয়ম মেনেই আমি বেতন পাই। তবে সাংসদ যে স্কুলের কথা বলেছেন, আমি দীর্ঘদিন আগেই ওই স্কুল থেকে বদলি হয়ে গিয়েছি। সাংসদ সবকিছু না জেনেই ব্যক্তিগত আক্রোশ থেকেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। দলে গুরুত্ব হারিয়ে ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই প্রচারে থাকার জন্য উল্টোপাল্টা বকতে শুরু করেছেন।  

    প্রসঙ্গত, দিলীপ ঘোষের সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়াকে কেন্দ্র করে সৌমিত্র খাঁয়ের সঙ্গে দিলীপবাবুর বাকযুদ্ধ চলছে। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কটু কথা বলতেও শোনা গিয়েছে। তারই মাঝে সুজাতা একটি সংবাদ মাধ্যমে সৌমিত্রর বিরুদ্ধে নানা অভিযোগে সরব হন। তারপরেই সৌমিত্র রবিবার বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন করে সুজাতার বিরুদ্ধে স্কুলে না গিয়েও বেতন নেওয়ার অভিযোগে সরব হন। শুধু তাই নয়, সুজাতার বিরুদ্ধে জেলা পরিষদে তাঁর দপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি নেওয়ারও অভিযোগ তোলেন। ওই খবর শোনার পরেই সুজাতাও সৌমিত্রের বিরূদ্ধে পাল্টা তোপ দাগেন। 

    সৌমিত্রর বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলা, কয়লা, বালিতে তোলাবাজি সহ বেআইনি নানা কারবারের কালো টাকায় সম্পত্তি বানানো সহ নানা অভিযোগ তোলেন। দু’জনের একে অপরের বিরুদ্ধে তরজা নিয়ে রবিবার দিনভর শহরে জোর চর্চা  চলে।   -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)