• উদ্বোধন হওয়ার এক মাসের মধ্যে বিকল রানিবাঁধের ওয়াটার এটিএম
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জল পেতে কয়েনের পরিবর্তে কেউ ঢুকিয়েছে লোহার ওয়াশার, কেউ আবার আলপিন। তারফলে উদ্বোধনের এক মাসের মধ্যে বিকল হয়েছে রানিবাঁধের ওয়াটার এটিএম। মার্চ মাসে পাঁচ লক্ষ টাকা খরচে ওই ওয়াটার এটিএম তৈরি করা হয়েছিল। তা বেহাল হওয়ায় পরিস্রুত পানীয় জল না পেয়ে বাসিন্দারা বিপাকে পড়েছেন। অবিলম্বে ওই মেশিন মেরামতের দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন। পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকাদারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে। তাঁরা এসে মেশিন মেরামত করবেন। তারপর থেকে ফের বাসিন্দারা জল পাবেন। 

    স্থানীয় বাসিন্দা সুশান্ত চেল, গৌতম শীট বলেন, উদ্বোধনের পর সপ্তাহ তিনেক যেতে না যেতেই ওয়াটার এটিএমের মেশিন খারাপ হয়ে যায়। ফলে এটিএমের গ্রিলে পঞ্চায়েতের তরফে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বর্তমানে বাঁকুড়া তথা জঙ্গলমহলে দাবদাহ চলছে। ফলে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জঙ্গলমহলের একমাত্র ওয়াটার এটিএম বিকল হয়ে পড়ায় আমরা চরম সমস্যায় পড়েছি। 

    পঞ্চায়েত প্রধান প্রমীলা মাণ্ডি বলেন, ওয়াটার এটিএমে দুই ও পাঁচ টাকার কয়েনের বিনিময়ে ‘নর্মাল’ ও ঠান্ডা জল দেওয়া হচ্ছিল। কিন্তু কয়েন ঢোকানোর জায়গায় কেউ কেউ ওই আকারের ধাতুর ওয়াশার ও আলপিন ঢুকিয়ে দেয়। তারফলে মেশিন বিকল হয়ে গিয়েছে। দ্রুত সেটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে বিক্রেতা সংস্থার ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে মেশিন সারানো হবে। তারপর ফের বাসিন্দারা জল পাবেন। তবে কেউ যাতে ফের ওই ধরনের সামগ্রী কয়েনের পরিবর্তে এটিএমে না ঢোকায়, তা সকলকে দেখতে হবে।  

    পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকায় ওই ওয়াটার এটিএম বসানো হয়। পাঁচ লক্ষ টাকা খরচ করে রানিবাঁধ বাজারে ওই এটিএম চালু হয়। ওয়াটার এটিএমে লিটার প্রতি পরিস্রুত ‘নর্মাল’ জলের জন্য দু’টাকা করে নেওয়া হচ্ছিল। এক ও দু’লিটার ঠান্ডা জল পেতে যথাক্রমে পাঁচ ও দশ টাকা লাগছিল। 

    ওই তিন ধরনের কয়েন ঢোকানোর জায়গা এটিএমে ছিল। প্রথম কয়েকদিন স্থানীয়রা লাইন দিয়ে জল নিচ্ছিলেন। কারণ রুখাশুখা পাথুরে এলাকা হওয়ায় রানিবাঁধে নলকূপে গরমে জল পাওয়া মুশকিল হয়ে পড়ে। সেকারণে ওয়াটার এটিএম স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছিল। 

    অনেকেই উপকৃত হচ্ছিলেন। মেশিন বিকল হওয়ায় তাঁরা ফের সমস্যায় পড়েছেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)