• কয়েক লক্ষ ব্যয়ে লাগানো সোলার বাতি বিকল, সন্ধে নামলেই আঁধার
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: কয়েক লক্ষ টাকা খরচ করে লাগানো হয়েছিল সোলার লাইট। স্রেফ দেখভালের অভাবে নষ্ট হতে বসেছে সেগুলি। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় রাস্তা। এনিয়ে বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। অনেকেই আক্ষেপ করে বলছিলেন, ভালো পরিষেবা পাওয়ার জন্যই বিজেপিকে ক্ষমতায় এনেছিলাম। সেটা এখন বুমেরাং হচ্ছে। প্রায় সত্তরটি সোলার লাইট পঞ্চায়েতের মহেশগঞ্জের গাদিগাছা কাঁঠালতলা পাড়া, ফুলতলা পাড়া, মধ্যম পাড়ায় লাগানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেই লাইটগুলোর অধিকাংশই কাজ করে না। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি পঞ্চায়েতকে বারংবার জানিয়েও লাভ হয়নি। খোঁজ নিয়ে জানা গিয়েছে, নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মহেশগঞ্জের গাদিগাছা কাঁঠালতলা পাড়ায় পাঁচ মাস আগে পঞ্চায়েত থেকে এগারোটি লাইট লাগানো হয়। তার মধ্যে পাঁচটি লাইট কখনও জ্বলে, কখনও জ্বলে না। তেমনি গাদিগাছা শেষ প্রান্ত সীমানা থেকে মসজিদ কর্নার পর্যন্ত ছাব্বিশটির মধ্যে তেরোটি লাইট পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। এইরকম ভাবেই মহেশগঞ্জ ফুলতলা পাড়া ও মধ্যমপাড়ার বাইশটি সোলার লাইটের সাত-আটটি ঠিকঠাক জ্বললেও বাকিগুলো জ্বলছে না। সন্ধ্যা নামলে অন্ধকারে ভরে যায় চারিপাশ। এই সুযোগে অসামাজিক কাজকর্ম বেড়ে চলেছে। যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষ। কাঁঠালবাগানের বাসিন্দা পীযূষ দেবনাথ বলেন, পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশন ২০২৩-২৪ অর্থ বর্ষে মাস পাঁচ থেকে ছ’ মাস আগে এখানে এগারোটি সোলার লাইট লাগানো হয়েছিল। কিন্তু পঞ্চায়েতের রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ লাইটই ঠিকঠাক জ্বলছে না। আমাদের এলাকার সদস্যকে জানিয়েওছিলাম। স্থানীয় গৃহবধূ শংকরী দেবনাথ বলেন, সোলার লাইট সন্ধের পর খানিকটা সময় পর্যন্ত জ্বলে। কিন্তু রাত দশটা-এগারোটা বাজলেই আর জ্বলে না। তখন তো অসুবিধা হয়ই।  গাদিগাছা কাঁঠালতলার আর এক বাসিন্দা নৃপেন দেবনাথ বলেন, রাত এগারোটা পরে লাইট আর জ্বলে না। প্রতিদিন ভোর সাড়ে তিনটে-চারটের সময় উঠে দেখি লাইটটা অফ থাকে। এখানে একটা গাছ লাগানো আছে, সেই গাছের ছায়ায় জন্যই ঢাকা পড়ে যায় লাইট। ফলে চার্জও ঠিকমতো হয় না। কিন্তু এসব খেয়াল রাখার কেউ নেই। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের মলয় বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু ওই এলাকায় নয়, এই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অধিকাংশ লাইটগুলো ঠিকমতো জ্বলছে না। পঞ্চায়েত থেকে ঠিকমতো রক্ষণাবেক্ষণও করা হচ্ছে না। এছাড়া এমন কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে সেই জায়গায় সূর্যের আলো পৌঁছচ্ছে না। বারবার পঞ্চায়েতকে জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোন সুরাহা হল না। নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কানাই দাস বলেন, বিগত তৃণমূল বোর্ড থাকাকালীন পঞ্চায়েত থেকে বিভিন্ন এলাকায় সোলার লাইট লাগানো হয়েছিল। পরবর্তী সময়ে আমরাও পঞ্চায়েতের পক্ষ থেকে বেশ কিছু এলাকায় সোলার লাইট বসিয়েছি।কিন্তু বিভিন্ন সদস্যের কাছ থেকে খবর পেয়েছি বেশ কিছু এলাকার সোলার লাইট জ্বলছে না। চলতি মাসের ২৬ তারিখে আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে নিয়েছি, একসঙ্গে টেন্ডার ডেকে দ্রুত সেগুলি সারানো হবে। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)