• সার্ভে পার্কে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালিকাপুর মেইন রোডের পূর্বপল্লিতে বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম রাজু মজুমদার (২৯)। শনিবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিস। ওই যুবককে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। 

    দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অবসাদজনিত কারণে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। কয়েকমাস ধরেই আর্থিক অনটনে ভুগছিলেন তিনি। 
  • Link to this news (বর্তমান)