• মহিলা যাত্রীর প্রাণ বাঁচালেন রেলকর্তা
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসাবধানতাবশত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে গিয়েছিলেন এক মহিলা যাত্রী। তাঁকে টেনে তুললেন এক শীর্ষ রেলকর্তা। রবিবার নৈহাটি স্টেশনে এই ঘটনা ঘটে। সেখানে রুটিন পরিদর্শনে ব্যস্ত ছিলেন শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) জশরাম মিনা। নৈহাটি স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে পরিদর্শন চলাকালীন সিনিয়র ডিসিএম দেখেন, চলন্ত একটি লোকাল ট্রেনে উঠতে গিয়ে এক মহিলার পা প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে ঢুকে গিয়েছে। মুহূর্তে ছুটে গিয়ে নিজেই ওই মহিলার হাত ধরে টেনে তোলেন জশরাম।

    শিয়ালদহের সিনিয়র ডিসিএমের এই উপস্থিত বুদ্ধি ও শারীরিক সক্ষমতার দৌলতে অক্ষত অবস্থায় উদ্ধার হন ওই মহিলা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে জশরাম মিনাকে ধন্যবাদ জানান তিনি। তবে সব যাত্রীকে ট্রেনে ওঠা-নামার সময় বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেন জশরাম।  
  • Link to this news (বর্তমান)