নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডের জেরে তৎপর হয়েছে পুলিস ও প্রশাসন। রাজ্যজুড়ে হোটেল, রেস্তরাঁ ও শপিং মলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার বীজপুর, নৈহাটিতে একযোগে পরিদর্শন করল পুলিস, দমকল ও পুরসভা। শনিবার থেকে বীজপুরের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির জেটিয়ার বিভিন্ন হোটেল, রেস্তরাঁ এবং শপিং মলে দমকলকে সঙ্গে নিয়ে হানা দিচ্ছে পুলিস ও পুরসভা। ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, রান্না ঘর, বেআইনিভাবে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছে কি না, ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। তাতে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ত্রুটি ধরা পড়েছে বলে সূত্রের খবর। সেই ত্রুটি শোধরানোর জন্য দু’দিন তাদের সময়ও দেওয়া হয়েছে।