ফের সিগন্যাল বিভ্রাটে মেট্রো, নয়া দুই ডালিয়ান রেক এল শহরে
বর্তমান | ০৫ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের সিগন্যাল বিভ্রাট মেট্রোতে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী লাইনে। নোয়াপাড়া স্টেশনের আপ লাইনে সিগন্যাল বিভ্রাট ঘটে। যার জেরে পর পর বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে যায়। ফলে, চুড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। এদিন রাত ৯টার পর এই ঘটনায় বিভিন্ন মেট্রো স্টেশনে থিক থিকে ভিড় জমে যায়। বহু মানুষকে দীর্ঘক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়েছে। প্রায় ২২মিনিট এমন পরিস্থিতি চলার পর ফের মেট্রো পরিষেবা চালু হয়। কিন্তু, বিভিন্ন স্টেশনে পর পর ট্রেন দাঁড়িয়ে থাকায় গোটা রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে।
অন্যদিকে, এদিনই নতুন দু’টি চিনা মেট্রো রেক এল কলকাতায়। সূদূর ডালিয়ান শহর থেকে এল জোড়া মেট্রো রেক। ইতিমধ্যেই পাঁচটি চিনা ডালিয়ান রেক কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে চালু রয়েছে। নতুন রেকগুলিও এই রুটেই চলবে। খুব শ্রীঘ্রই এই ষষ্ট ও সপ্তম রেক ট্র্যাকে নামবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনার পর প্রথম পাঁচটি চিনা রেক শহরে এসেছিল। এবার আরও দুটি নয়া রেক আসায় মেট্রোর উক্ত রুটে ডালিয়ান রেকের সংখ্যা বেড়ে দাঁড়াল ছ’টি।