• তারকেশ্বরে দীর্ঘদিনের সমস্যার সমাধান, আজ ২ রাস্তার কাজের শিলান্যাস
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকে লোকনাথ স্টেশন থেকে ঘোষপুকুর মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশায় নাভিশ্বাস উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করতেন গাড়িচালকরাও। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হতে চলেছে এবার। আজ, সোমবার এই রাস্তার মেরামতি কাজের শিলান্যাস হবে। এছাড়া তারকেশ্বর থানারই বালিগড়ি থেকে জয়নগর পর্যন্ত রাস্তার কাজেরও শিলান্যাস হবে এদিনই।

    লোকনাথ স্টেশন থেকে ঘোষপুকুর মোড় পর্যন্ত রাস্তাটির দূরত্ব ৮.৭৬ কিলোমিটার। বেশ কয়েক বছর কোনও মেরামত না হওয়ায় বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। লোকনাথ স্টেশন থেকে খুব কম সময়ে ২৬ নম্বর অহল্যা বাই রোডে যাওয়া যায় এই পথেই। হরিপাল মোড়, গোপীনাথপুর এই পথ দিয়েই যাওয়া যায়। বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এবার প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন করে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। তাতে খরচ হবে ৩ কোটি ১৩ লক্ষ ২৯ হাজার টাকা। মূল রাস্তাটি ১২ ফুট ৩ ইঞ্চি চওড়া হবে। এছাড়া রাস্তার দুই দিকে তিন ফুট করে ইট দেওয়া থাকবে।

    অপরদিকে তারকেশ্বর থানারই বালিগড়ি থেকে জয়নগর পর্যন্ত রাস্তার কাজেরও শিলান্যাস হবে একই দিনে। এই রাস্তাটির দৈর্ঘ্য ৩.৬ কিলোমিটার। এটিও চওড়া হবে ১২ ফুট ৩ ইঞ্চি। রাস্তা তৈরিতে খরচ হবে ২ কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা। দুটি রাস্তার ক্ষেত্রেই পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে নির্মাণকারী সংস্থার। আজ, সোমবার দু’টি রাস্তার কাজের শিলান্যাস করবেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়। বেহাল রাস্তার নতুন করে তৈরি হবে শুনে খুশি এলাকার সাধারণ মানুষ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)