নিজস্ব প্রতিনিধি, বারাসত: হঠাৎই আগুনে পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটি সেলাই কারখানা। ভিতরে থাকা কাপড় ও ১৪টির মতো সেলাই মেশিন ভস্মীভূত হয়েছে। ঘটনাটি দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া ২ গ্রাম পঞ্চায়েতের শানপুকুর এলাকার। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে দাবি করেছেন পুড়ে যাওয়া কারখানাটির মালিক।
শানপুকুরের বাসিন্দা আলি হোসেন বছর দু’য়েক আগে বাড়ি থেকে কিছুটা দূরে একটি সেলাই কারখানা তৈরি করেছিলেন। রোজের মতো শনিবারও সেই কারখানায় কাজ হয়। রাতে কারখানা বন্ধ করে কর্মীরা বাড়ি চলে যান। কিন্তু হঠাৎই কাকভোরে আলি জানতে পারেন, কারখানায় আগুন লেগেছে। তড়িঘড়ি ছুটে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে গ্রামের রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিন অকুস্থলে পৌঁছতে পারেনি। তাই, গ্রামবাসী ও দমকলকর্মীরা বালতি হাতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব পুড়ে যায়। এনিয়ে আলি হোসেন বলেন, আমি ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ নিয়ে এই কারখানাটি করেছিলাম। আমার পাশাপাশি বেশ কয়েকজন কর্মীর সংসার চলত এই কারখানার টাকায়। এবার আমরা পথে বসলাম। সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতির ধাক্কা সহ্য করতে হবে। নিজস্ব চিত্র