আবাসনে ভূগর্ভ থেকে জল তোলার চেষ্টা, কাজ বন্ধের নির্দেশ পুরসভার
বর্তমান | ০৫ মে ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ভূগর্ভ থেকে জল তোলার চেষ্টার করছিল উলুবেড়িয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে লতিবপুরের একটি আবাসন। অভিযোগ, ওই আবাসনের ভূগর্ভ থেকে জল তোলার পুরনো প্রক্রিয়াটি নষ্ট হয়ে গিয়েছিল। সম্প্রতি তাই নতুন করে ভূগর্ভ থেকে জল তোলার চেষ্টা করা হচ্ছে। তবে এনিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন পরিবেশকর্মীরা। আর উলুবেড়িয়া পুরসভার দাবি, বিষয়টি নজরে আসতেই ভূগর্ভ থেকে জল তোলা বন্ধ করতে বলা হয়েছে।
লতিবপুরে একাধিক আবাসন আছে। তার মধ্যে একটি আবাসনে পুরসভার পানীয় জলের সংযোগ নেই। তাই ওই আবাসনের বাসিন্দাদের ভূগর্ভস্থ জলের উপরেই নির্ভর করতে হতো। কিন্তু মাসখানেক আগে ওই আবাসনের ভূগর্ভ থেকে জল তোলার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই নতুন জায়গায় ঠিক করে সেখান থেকে ভূগর্ভের জল তোলার উদ্যোগ নেওয়া হয়। সেই মতো কাজও শুরু হয়। যদিও বিষয়টি সামনে আসতেই নতুন করে বির্তক দানা বাধে। পুরসভা এলাকায় ভূগর্ভ থেকে জল তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আছে। সেক্ষেত্রে কীভাবে ভূগর্ভ থেকে জল তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
যদিও আবাসনের বাসিন্দাদের দাবি, এখানে পুরসভার পানীয় জলের সংযোগ নেই। তার ফলে ভূগর্ভস্থ জলের উপরেই ভরসা করতে হয়। এর মধ্যে মাসখানেক আগে আবাসনের পুরনো জল তোলার ব্যবস্থা খারাপ হয়ে যায়। বর্তমানে অন্যান্য কাজ পুকুরের জলে করতে হচ্ছে এবং খাবার জল বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতেই নতুন করে ভূগর্ভ থেকে জল উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছিল। তবে পুরসভার নির্দেশ আসার পরেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, কোনওভাবেই ভূগর্ভ থেকে জল তোলা যাবে না। আমাদের কাছে খবর আসতেই আমরা কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। আর ওই আবাসনের বাসিন্দারা জলের সংযোগের জন্য কোনওরকম আবেদন করেননি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পুরসভায় আবেদন করলেই আবাসনে পানীয় জলের সংযোগ দিয়ে দেব। নিজস্ব চিত্র