• ইতিহাস নিয়ে পড়তে চায় আলিমে তৃতীয় ফারুক
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: মাধ্যমিকের সমতুল্য মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় জয়জয়কার উত্তর ২৪ পরগনার। রাজ্যের মেধা তালিকায় প্রথম দশে এই জেলা থেকে স্থান পেয়েছে সাতজন। প্রথম হয়েছে বসিরহাটের সীমান্তবর্তী ইটিন্ডার মহম্মদ শাহিদ আলম মণ্ডল। সে কাটিয়াহাট শাহ রাজব আলি সিনিয়র মাদ্রাসার ছাত্র। ৯০০-এ মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮৭৩। শাহিদের বাবা আব্দুল কায়ুম মণ্ডল ভিন রাজ্যে সেলাই মিস্ত্রির কাজ করেন। মা সাবিনা বিবি গৃহবধূ। আগামীতে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। অন্যদিকে এই মাদ্রাসারই ছাত্র মাসুম বিল্লা গাজি আলিম পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

    আর, বারাসত মহকুমা থেকে আলিমে রাজ্য মেধা তালিকায় পাঁচজন জায়গা করে নিয়েছে। দেগঙ্গার হাদিপুর শাহ আনোয়ারুল্লুম সিনিয়র মাদ্রাসা থেকে এবছর আলিম পরীক্ষায় তৃতীয় ও দশম হয়েছে দুই পড়ুয়া। আর শাসনের আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসা থেকে মেধা তালিকায় সপ্তম, অষ্টম এবং নবম হয়েছে তিনজন।

    দেগঙ্গার হাদিপুর শাহ আনোয়ারুল্লুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ ওমর ফারুক মণ্ডল আলিমে তৃতীয় হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৮৫৩। ফারুকের কথায়, ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়তে চাই। এই মাদ্রাসা থেকেই এবার দশম হয়েছে তাহিরা জইনাব। তার প্রাপ্ত নম্বর ৮২৫। সে শিক্ষিকা হতে চায়। অন্যদিকে, দেগঙ্গার দোগাছিয়া গ্রামের মহম্মদ ইরফান রহমান মোল্লা শাসনের আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার ছাত্র। সপ্তম স্থানাধিকারী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৮৩০। ইরফান জানায়, ভবিষ্যতে আরবিক থিয়োলজি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে। একই স্কুলের ছাত্র মহম্মদ মোসাইব মোল্লা। সে এ বছর আলিম পরীক্ষায় ৮২৯ নম্বর পেয়ে অষ্টম হয়েছে। বাড়ি শাসনের খামার নওবাদ গ্রামে। পাশাপাশি মাহাবুবুর রহমান এ বছর আলিম পরীক্ষায় নবম স্থান পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৮২৭। 

    এই প্রসঙ্গে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল হামিদ বলেন, এ বছর ২৩০ জন পড়ুয়া আলিম পরীক্ষা দিয়েছে। তার মধ্যে তিনজন ফেল করেছে। আর তিনজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)