• মুখ্যমন্ত্রীর সাক্ষাতে ফের কালীঘাটে ‘অযোগ্য’ চাকরিহারারা
    এই সময় | ০৫ মে ২০২৫
  • এই সময়: বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করার পরে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চেয়ে কালীঘাটে গিয়েছিলেন তথাকথিত ‘অযোগ্য’ চাকরিহারারা।

    যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম শিক্ষা দপ্তর এ মাসের বেতনের জন্য স্কুলে পাঠায়নি, এ দিন তাঁরাই কালীঘাটে যান। এর আগেও কালীঘাটে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সে বার পুলিশ হাজরা মোড়েই আটকে দেয় তাঁদের।

    এ দিন অবশ্য তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া অফিস পর্যন্ত যেতে পেরেছেন বলে জানিয়েছেন এই চাকরিহারারা। তাঁদের তরফে কমলেশ কাপাট বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। কিন্তু আমরা তাঁর অফিসের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। তাঁদের বুঝিয়ে বলেছি, কেন আমরা অযোগ্য নই।

    আদালতের রায়েও কোথাও বলা হয়নি আমরা অযোগ্য। আশা করি, তাঁরা আমাদের কথা বুঝেছেন এবং সঠিক জায়গায় সেটা পাঠিয়ে দেবেন।’ যদিও লাগাতার তাঁরা সল্টলেকে এসএসসি ভবনের বাইরে আন্দোলন করছেন। সেখান থেকে এখনই তাঁরা উঠতে চান না। অবশ্য আন্দোলনকারীর সংখ্যা সেখানে এখন অনেক কমে গিয়েছে।

  • Link to this news (এই সময়)