পথদুর্ঘটনা প্রাণ কাড়ল তিন জনের। এর মধ্যে দু’জন নাবালক। এ বছর তারা মাধ্যমিক পাশ করেছে। রবিবার রাতে বাগনান-কালনা রোডে বাগনান থানার তেঁতুলমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালীপুজোর অনুষ্ঠান থেকে ফিরছিল তিন জন। মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০), রীতেশ ঘোষ (১৬) ও রাকেশ মণ্ডল (১৬)। তিন জনই বাইনানের বাসিন্দা ছিল। রীতেশ ও রাকেশ এ বছর মাধ্যমিক পাশ করেছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, ফেরার পথে কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই বাইক। রাস্তায় ছিটকে পড়ে তিন জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। সারা রাত ওই রাস্তাতে দেহ পড়েছিল বলে খবর।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে তিন যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাগনান থানায় খবর দেন। দেহগুলি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।