• উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ২, আহত আরও দু’জন
    এই সময় | ০৫ মে ২০২৫
  • উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। মৃত দুই, আহত আরও দু’জন। সোমবার সকাল পৌনে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মহম্মদ শোয়েব ও মহম্মদ সোহেল। আহতদের নাম শাহরুখ ও রহমান। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে চার জন যাত্রী ছিলেন। ইএম বাইপাসের দিক থেকে একটি বাইকে চার জন আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারও মাথায় হেলমেটও ছিল না।

    সূত্রের খবর, উল্টোডাঙা উড়ালপুলে লেকটাউনমুখী লেনে বাইকটি রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। তবে পরিবারের দাবি, পিছন থেকে গাড়ি ধাক্কা মেরেছিল বাইকটিতে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। রাস্তার ধারে ছিটকে পড়ে থাকা চার জনকেই উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনের আঘাতও গুরুতর বলে খবর। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিসিটিভির ফুটেজ দেখে তা জানার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)