• Breaking News Live: বাগনানে পথদুর্ঘটনায় নিহত ৩
    এই সময় | ০৫ মে ২০২৫
  • বাগনান জয়পুরে তেঁতুলমুড়িতে বাইক দুর্ঘটনায় দুই কিশোর-সহ তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের বাড়ি বাইনানে। নিহতদের মধ্যে দু’জন এ বছর মাধ্যমিক পাশ করেছে।

    জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ IED। স্টিলের টিফিন বক্সে ভরা আইডিগুলি উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা।

    মুম্বইয়ের পেডার রোডে লিবাসের শো রুমে আগুন। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।

    উল্টোডাঙা ফ্লাইওভারে পথদুর্ঘটনা। মোটরবাইকে দুর্ঘটনা। ২ জন মৃত, ২ জন আহত। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ।

    আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে। এর আগে ১৭ এপ্রিল মামলার শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে কেন্দ্র ও রাজ্যগুলিকে রিপোর্ট দিতে হবে। ৫ মে পর্যন্ত ওয়াকফ সম্পত্তির চরিত্রগত কোনও বদল করা যাবে না।

    মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে বহরমপুরে যাওয়ার কথা তাঁর। মঙ্গলবার সুতিতে প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রীর।

    চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার কথা পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

    এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত বৃদ্ধ দম্পতি। বাবা, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁদের মেয়েও। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি বয়ারসিং আখন্দ পাড়ার ঘটনা।

    আইপিএলে আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।

  • Link to this news (এই সময়)