• হাওড়ার বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর সহ তিনজনের। মৃতদের মধ্যে দু’জন এবার মাধ্যমিক পরীক্ষাতে পাশ করেছিল। মর্মান্তিক এই দুর্ঘটনাটি  ঘটেছে গতকাল, রবিবার রাতে হাওড়ার বাগনান থানার তেঁতুলমুড়ি এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন বিকাশ ঘোষ (৩০), রিতেশ ঘোষ (১৬) এবং রাকেশ মণ্ডল (১৬)। তারা সকলেই বাইনান এলাকার বাসিন্দা।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার ওই তিন যুবক জয়পুর থানা এলাকার তেলিবেড়িয়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল। রাতেই বাইকে ফেরার সময়ে বাগনান-কালনা রোডের তেঁতুলমুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে। সেই দুর্ঘটনার ফলে তিনজন বাইক আরোহী ছিটকে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।আজ, সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে ওই তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপরেই পুলিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিস। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিসের অনুমান, দ্রুত গতির জেরেই ঘটেছে দুর্ঘটনাটি।  
  • Link to this news (বর্তমান)