• আজ, সোমবার শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর..
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত ১১ মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি মাত্রায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্র ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী ৭ মে পর্যন্ত। ৮ তারিখেও উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আজ, সোমবারও শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত, মে মাসে প্রাক বর্ষা মরশুমে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যায়।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এইসময়  ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার মাত্রা বাড়ে। এজন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করে। আর সেই কারণেই এই সময়ে ঝড় বা বৃষ্টির দাপট বেশি দেখা যায় রাজ্যের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, সোমবার শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি মাত্রায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 
  • Link to this news (বর্তমান)