• এক মোটর সাইকেলে ৪ জন, উলটোডাঙা উড়ালপুলে দুর্ঘটনায় নিহত ২
    হিন্দুস্তান টাইমস | ০৫ মে ২০২৫
  • কাকভোরে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল ২ জনের। আহত আরও ২ জন। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ কলকাতার ভিআইপি রোড ও ইএম বাইপাসের সংযোগকারী ফ্লাইওভারের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।

    সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ একটি মোটরসাইকেলে ৪ জন ইএম বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাচ্ছিলেন। তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। বেপরোয়া গতিতে অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করছিল মোটরসাইকেলটি। উড়ালপুলের বাঁকের মুখে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মারে। ছিটকে পড়েন চারজনই।

    খবর পেয়ে কিছুক্ষণ পর লেকটাউন থানার পুলিশ আধিকারিকরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জনের চিকিৎসা চলছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)