• বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! পাহাড়ও কি ভাসবে? না কি, সর্বত্রই এবার পড়তে শুরু করবে তীব্র গরম?
    ২৪ ঘন্টা | ০৫ মে ২০২৫
  • অয়ন ঘোষাল: এসে গেল সোমবারের আবহাওয়া-খবর। বলা হল-- বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভবনা কমবে। শুক্রবার থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি। শনি-রবিবার গরম বাড়বে দক্ষিণে। উত্তরের পার্বত্য এলাকা-সহ উপরের জেলায় সামান্য বৃষ্টি চলবে। নীচের দিকের জেলায় গরম এবং অস্বস্তি এই উইকএন্ডে।

    সিস্টেম

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সক্রিয় ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। এই অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। এই প্রভাব বুধবারের পর আর তেমনভাবে সক্রিয় নয়। ফলে বৃস্পতিবার থেকে কমবে বৃষ্টির প্রবণতা। শুক্রবার থেকে বৃদ্ধি পাবে তাপমাত্রা। 

    দক্ষিণবঙ্গ

    আজ, সোমবার চার জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

    আগামীকাল, মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া মুর্শিদাবাদ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

    পরশু বুধবারে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

    বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে। প্রাথমিকভাবে শুক্রবার পর্যন্ত শুষ্ক-পরিস্থিতি। রবিবার তাপমাত্রার সঙ্গে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা। বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি। 

    উত্তরবঙ্গ

    আজ এবং কাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ঝড়ের গতিবেগ কিছুটা কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বুধবার পার্বত্য এলাকা-সহ উপরের জেলায় বৃষ্টি। সমতলের জেলায় বৃষ্টি কম।

    কলকাতা

    আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবারের আগে দিন ও রাতের তাপমাত্রায় খুব বড়সড় পরিবর্তন নেই। আজ এবং কাল বিকেলের পরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। 

    পরিসংখ্যান

    কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। ২৬.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশ।

  • Link to this news (২৪ ঘন্টা)