• একই বাইকে হেলমেটহীন ৪ তরুণ? উড়ালপুল থেকে ঝড়ের গতিতে উড়ে গিয়ে ভয়ংকর ধাক্কা রেলিংয়ে! মর্মান্তিক মৃত্যু...
    ২৪ ঘন্টা | ০৫ মে ২০২৫
  • অয়ন ঘোষাল: ভোরের শহরে ফের পথদুর্ঘটনা (Road Accident)। উড়ালপুলে বেপরোয়া বাইক। দুই তরুণের মৃত্যু। গুরুতর আহত আরও দুই। সকালের কলকাতায় (Ultadanga Bridge Road Accident) শোকের ছায়া। প্রসঙ্গত, ৪ দিন আগেই মা উড়ালপুলের (Maa Flyover) পার্ক সার্কাস স্টেশনের ব্রিজের উপর প্রগতি ময়দানগামী র‍্যাম্পে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন এক যুবক। 

    পথদুর্ঘটনা

    ভোরের শহরে ফের পথদুর্ঘটনা। আবারও সেই উড়ালপুলেই। শহরের পথে ছুটল বেপরোয়া বাইক। হেলমেটবিহীন দুই তরুণ গতির ঝড় তুলে ছুটছিলেন বাইকে। ঘটে গলে মর্মান্তিক পরিণতি। আজ, সোমবার ভোরে উল্টোডাঙ্গা উড়ালপুলে রোহিনী কোল ইন্ডিয়া আবাসনের সামনে ঘটল এই দুঃখজনক ঘটনা। 

    জানা গিয়েছে, শোয়েব, সোহেল, শাহরুখ এবং রহমান নামের চার যুবক হেলমেট ছাড়াই ঝড়ের গতিতে বাইক নিয়ে ছুটছিলেন। যাওয়ার সময়ে একটা বাঁকের মুখে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাইক নিয়েই ভিআইপি রোডগামী র‍্যাম্পের রেলিংয়ে মারাত্মক জোরে ধাক্কা মারেন তাঁরা। 

    ধাক্কা..রক্ত.. মর্মান্তিক মৃত্যু

    ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরোহী যুবকেরা। তাঁদের উদ্ধার করে বিধাননগর কমিশনারেটের অধীন লেকটাউন ট্র্যাফিক গার্ডের পুলিস। যদিও উড়ালপুলের এই অংশ উল্টোডাঙা থানার অধীনে। আহতদের মারাত্মক আহত অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রসঙ্গত, বাইকের পিছনে এক মহিলা সওয়ারিও ছিলেন। তবে জানা গিয়েছে, তাঁর আঘাত অপেক্ষাকৃত কম।

    পরে খবর আসে, চারজনের মধ্যে দু'জনেরই মৃত্যু ঘটে। মারা যান শোয়েব (২০) ও সোহেল (১৮)। আর জি কর হাসপাতাল ফাঁড়ি থেকে তাঁদের মৃত্যুর খবর কনফার্মড হয়। আহত হয়েছেন শাহরুখ এবং রহমান। তাঁদেরও আঘাতও কম গুরুতর নয়। এঁরা বেনিয়াপুকুরের বাসিন্দা।

  • Link to this news (২৪ ঘন্টা)