• ঝড়বৃষ্টির দিন শেষ হয়ে উষ্ণতার ছোঁয়া, কবে থেকে হাওয়া বদল বঙ্গে?
    প্রতিদিন | ০৫ মে ২০২৫
  • নিরুফা খাতুন: বৈশাখের তীব্র দাবদাহের মাঝে ঝড়বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছিল বঙ্গবাসীকে। তবে সেই স্বস্তির দিন শেষের পথে! ফের উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গের হাওয়ায়। পূর্বাভাস বলছে, সপ্তাহান্ত থেকে তাপমাত্রার পারদ চড়বে অন্তত তিন থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। তবে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের একেবারে মধ্যভাগ থেকে হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় অবশ্য ঝড়বৃষ্টি চলবে। সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

    গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি ওড়িশার উপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে মারাঠাওয়াড়া থেকে তামিলনাডু পর্যন্ত। এটি কর্ণাটকের উপর দিয়ে বিস্তৃত। এই ত্রিফলার জেরে বঙ্গে সপ্তাহের মাঝামাঝি থেকে হাওয়া বদলের পরিস্থিতি তৈরি হয়েছে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু,একটি জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিনদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং পাহাড়ের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিংয়ে। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

    কলকাতা সকালের দিকে পরিষ্কার আকাশ, বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিকেল বেলায় বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী দু’দিন। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার থেকে কলকাতায় তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৯শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)